Date : 30 Jan 2021
Subject : নবম শ্রণির জরুরি নোটিশ

বি আর আর আই উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, ১৩-০৩-২০২১ তারিখে বিজ্ঞান বিভাগ নির্বাচন পরীক্ষায় নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে উচ্চতর গণিত বিষয়সহ বিজ্ঞান বিভাগে অধ্যয়নের জন্য ১৬-০৩-২০২১ তারিখ সকাল ১০ টায় উচ্চতর গণিত নির্বাচন পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সিলেবাস ও মানবন্টন নিম্নরূপ:

মানবন্টন : পূর্ণমান - ৩০

বীজগণিত- ১০

ত্রিকোণমিতি - ৫

স্থানাঙ্ক জ্যামিতি-১০

উপপাদ্য - ৫

সিলেবাস :

বীজগণিত : অনুশীলনী ১.১, ১.২

ত্রিকোণমিতি : ৮.১

স্থানাঙ্ক জ্যামিতি : ১১.১, ১১.২

উপপাদ্য :১,২

বিঃদ্রঃ যে সকল শিক্ষার্থী ৭০% নম্বর অর্থাৎ ৩০ নম্বরের মধ্যে ন্যূনতম ২১ নম্বর পাবে।সেসকল শিক্ষার্থী উচ্চতর গণিতসহ বিজ্ঞান বিভাগে পড়তে পারবে। ৭০% এর কম নম্বর পেলে কৃষি শিক্ষাসহ বিজ্ঞান বিভাগে পড়তে হবে।


প্রধান শিক্ষক

Copyright © 2025 Design By PEOPLES SOFTECH