Bangladesh Rice Research Institute (BRRI) High School

Date : 12 Apr 2023

Subject : জরুরি নোটিশ

বি আর আর আই উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষা-২০২৩ শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগামীকাল ১৩-০৪-২০২৩ তারিখ এস এস সি চূড়ান্ত মডেল টেস্ট পরীক্ষা শেষে  ১২.১০ টায় এস এস সি পরীক্ষা ২০২৩ এর প্রবেশ পত্র শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা  হবে বিধায় সকল শিক্ষার্থীকে নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ের হলরুমে  উপস্থিত থেকে প্রবেশ পত্র গ্রহণ করার জন্য বিশেষভাবে নির্দেশ দেয়া হলো। প্রবেশ পত্র গ্রহণের তিন দিনের মধ্যে কোনো ভূল ক্রটি থাকলে তা বোর্ডের সাথে যোগাযোগ করে নিজ দায়িত্বে সংশোধনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।