Bangladesh Rice Research Institute (BRRI) High School

Date : 04 Sep 2020

Subject : বি আর আর আই উচ্চ বিদ্যালয়ের (জুম) ক্লাসের নিয়মাবলী

বি আর আর আই উচ্চ বিদ্যালয়ের ক্লাসের নিয়মাবলী

১। শিক্ষার্থীদের কে অবশ্যই ইউনিফর্ম পড়ে ক্লাস করতে হবে;
২। ক্লাসের পূর্বের দিন মোবাইল পর্যাপ্ত চার্জ দিয়ে রাখতে হবে এবং
নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ থাকতে হব;
৩। মোবাইল বা অন্যান্য ডিভাইসের চার্জ শেষ হয়ে গেলে চার্জ লাগানো অবস্থায় জুম ক্লাস করা সম্পূর্ণ নিষেধ ;
৪। ক্লাসের পাঁচ মিনিট পূর্বে জয়েন করতে হবে;
৫। প্রথম ক্লাস থেকে শেষ ক্লাস পর্যন্ত থাকা বাধ্যতামূলক
৬। জুম ক্লাস চলাকালীন জয়েন audio Mute করতে হবে, শিক্ষকের অনুমতি ক্রমে Unmute করে কথা বলতে হবে ;
৭। উল্লেখ্য যে জুম ক্লাস দিয়েই সিলেবাস শেষ করতে হবে কোনো শিক্ষার্থী ক্লাস করতে ব্যর্থ হলে এবং পরীক্ষায় খারাপ ফলাফল করলে তার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না।