Bangladesh Rice Research Institute (BRRI) High School

Date : 09 Nov 2019

Subject : ২০২০- শিক্ষাবর্ষে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি

২০২০ শিক্ষাবর্ষে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ে

ভর্তি বিজ্ঞপ্তি

ভর্তির নিয়মাবলী

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ে শিক্ষাবর্ষের শুরুতেই প্রতিটি ক্লাশে শূন্য আসনের বিপরীতে ভর্তি করা হয়। বিদ্যালয়ের প্রতিটি ক্লাসে দুটি শাখা (বালক ও বালিকা) রয়েছে। প্রতিটি শাখায় ৭০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। ৬ষ্ঠ শ্রেণিতে ৭০ জন বালক ও ৭০ জন বালিকা এবং ৭ম -- ৯ম শ্রেণি পর্যন্ত আসন খালি থাকলে ভর্তি করা হয়।


০১।  ২০২০ শিক্ষাবর্ষে আবেদন ফরম বিতরণ ও গ্রহণ- ১১/১১/২০১৯  তারিখ থেকে ২১/১২/২০১৯ তারিখ পর্যন্ত।

ভর্তি পরীক্ষা ২৬/১২/২০১৯ তারিখ বৃহস্পতিবার  সকাল ১০.০০ টা হতে দুপুর ১২.০০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

২৭/১২/২০১৯ তারিখ শুক্রবার সকাল ৯.০০ টায় ভর্তি  পরীক্ষার ফল প্রকাশ করা হবে।ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের  ২৮ ও ২৯ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত মেধাতালিকা অনুযায়ী ভর্তি করা হবে। নির্দিষ্ট তারিখে কোন শিক্ষার্থী ভর্তি না হলে অপেক্ষমান তালিকা হতে ৩০/১২/২০১৯ তারিখে সকাল ৮.০০ টা থেকে বেলা ১১.০০ টা পযর্ন্ত শূন্য আসন পূরণ করা হবে। ৭০টি আসন পূরণ হলে আর কোন শিক্ষার্থী ভর্তি করা হবে না।

০২।    বিদ্যালয়ের অফিস কক্ষ হতে ভর্তির আবেদন ফরম সংগ্রহ করতে হবে।


০৩।  www.brrihighschool.edu.bd ঠিকানায় অনলাইনের মাধ্যমেও আবেদন করা যাবে। Website এ প্রবেশ করে Apply online  এ Click করে প্রয়োজনীয় তথ্য পূরণ পূর্বক আবেদন করা যাবে। online- এর মাধ্যমে আবেদনকারী শিক্ষার্থীগণ online-এর মাধ্যমেই প্রবেশপত্র  সংগ্রহ করতে পারবে।


০৪। কেবল মাত্র ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তির সুযোগ পাবে।


০৫। পূর্ব ক্লাসের একাডেমিক ট্রান্সক্রিপ্ট-এর ফটোকপি ভর্তির সময় জমা দিতে হবে। online- এ আবেদনকারীদের অনলাইনে পূরণকৃত ভর্তি ফরমের প্রিন্ট কপি, এসএমএস-এর মাধ্যমে প্রাপ্ত পিন কোড, ১ কপি ছবি জমা দিতে হবে।


০৬। online এর Help Desk- এর মাধ্যমে  অথবা প্রতিদিন অফিস চলাকালীন অফিসে যোগাযোগ করেও ভর্তির নিয়মাবলী জানা যাবে।


০৭। ব্রি’তে কর্মরত বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও  শ্রমিকগণের  যে সকল সন্তান ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে অধ্যয়নরত তাদের ভর্তি পরীক্ষার প্রয়োজন নেই, তাদের এবং ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ- ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ২৪/১২/২০১৯ হতে  ২৬/১২/২০১৯ তারিখের মধ্যে ব্রি উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে সরাসরি ভর্তি করা হবে।উল্লেখ্য যে ,৮ম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সকল ক্যাটাগরির শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হতে হবে।


০৮।    উল্লেখিত তারিখ গুলোতে সকাল ৮.৩০ টা হতে ৩.০০ টা পর্যন্ত শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলবে।


(বিঃদ্রঃ অতিরিক্ত তথ্যের জন্য অফিসে যোগাযোগ করুন।)